স্মৃতির রঙিন ডানা মেলে
চব্বিশ সাল চলে গেলো ,
হরেক স্মৃতি পিছনে ফেলে
পঁচিশ সালটা চলে এলো
নববর্ষের শুভেচ্ছা তাই
সর্বজনকে দিলাম ,
নতুন এ সালকে সবাই
বরণ করে নিলাম ।
দুই পঁচিশ চব্বিশ সাল
নবরূপে এলো ভাই ,
জীবন হউক নির্ভেজাল
সেই কামনা জানাই ।
ইংরেজি নববর্ষ হয়
পহেলা জানুয়ারীতে ,
ঝেড়ে মুছে সব বাধা ভয়
হতাশা হবে ছাড়িতে ।
ব্যর্থতার গ্লানি মুছে ফেলে
সম্মুখে আগাতে হবে ,
হৃদয়ে কোনো আঘাত পেলে
সেগুলো ভুলুন সবে ।
নব উদ্যমে শুরু করুন
অনাগত দিনগুলো ,
শুদ্ধভাবে জীবন গড়ুন
ঝাড়ুন মনের ধূলো ।
ভেবে বলে এস.আই.জনি
যতদিন বেঁচে রবে ,
করে নতুনের জয়ধ্বনী
সম্মুখে আগাতে হবে ।
জরাজীর্ণ পুরানো বেদনা
মুছে ফেলো মন থেকে
সেগুলো ভেবে আর কেঁদো না
ভুলে যেতে হবে একে ।
নতুনকে স্বাগত জানাবো
মিলেমিশে একসাথে ,
নীতিবাদী চরিত্র বানাবো
সাফল্য আসবে তাতে ।
যুগের সাথে তাল মিলিয়ে
চলবো আমরা সবে
নিজের ভালো দেবো বিলিয়ে
সবার মঙ্গল হবে ।
একে অন্যে কেউ নয় পর
ভুলে যাও ব্যবধান ,
জয় করো সবার অন্তর
এক সুরে গাও গান ।
যার যে কর্ম সঠিকভাবে
করবো আমরা সবে ,
সাফল্যের দেখা পেয়ে যাবে
জীবনে উন্নতি হবে ।
বিধাতার প্রতি আস্থা রেখে
চলবো ধরার পরে ,
যারযার অবস্থান থেকে
সাফল্য রাখবো ধরে ।
পুরানকে বিদায় জানিয়ে
নতুনকে স্থান দেবো ,
পরিস্থিতি নেবো মানিয়ে
কথাগুলো সবে ভেবো ।
হতাশার চেয়ে আশা বড়ো
থেকো না কেউ বিমর্ষ ,
সকলে উদযাপন করো
ইংরেজি নববর্ষ ।