শেষ বিচারের দিন,
আল্লাহ তাঁর কুরসিতে বিচারকের আসনে হবেন আসিন।
কেউ কারো উপকারে আসবে না যেদিন,
সমস্ত কর্তৃত্ব আল্লাহর সেদিন।
মানুষ আর জীন,
পাপ পুণ্যের হিসাবের হবে সম্মুখীন।
মোহর এঁটে দিবে প্রভু,সবার মুখ জুড়ে,
প্রভুর ঘোষণা- পেলাম কুরআন পড়ে।
হস্ত দুটি সাক্ষ্য দিবে কি করেছে ভুলত্রুটি।
অপকর্মের সাক্ষী হবে তার চরন দুটি!
সাক্ষী নিয়ে হাজির হবে তখন পৃথিবী,
ভালো-মন্দ কোথায় করেছে কে কী!
সে দিন বাঁচার নেই উপায়,
ফেরেশতার লেখা আমলনামা পড়ে করবে হায় হায়!
ছোট-বড় কোনো কিছু বাদ নাহি যায়,
সকল তথ্যই তো দেখতে পাওয়া যায়!
কৃতকর্ম দেখে দেখে কেউ চোখের জলে ভাসে।
একদল ফেরেশতা বেঁধে তাকে জাহান্নামে নিয়ে আসে।
কেউ আবার প্রতিদান পেয়ে
জান্নাতে যেতে যেতে হাসে।
জাহান্নাম থেকে মুক্তির আশে তাহাজ্জতে অশ্রুসিক্ত করো।
প্রভুর দেয়া মুক্তির পথ---
কুরআন হাদিস আঁকড়ে ধরো।
তওবা করে ফিরে এসে, সৎ কাজ করো,
অতীতের পাপ মোছন করে,
জান্নাতেরই পথ ধরো।