1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

ইজতেমা মাঠ ছেড়ে দেয়ার ঘোষণা সাদপন্থীদের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন সাদপন্থীরা। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাদপন্থীদের পক্ষে রেজা আরিফ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে যে, দুই পক্ষ মুখোমুখি হলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এ পরিস্থিতি এড়াতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সংঘর্ষ রোধে সরকারের অনুরোধকে সম্মান জানিয়ে মাঠ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রেজা আরিফ বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকার মাঠের নিয়ন্ত্রণ নিজ দায়িত্বে নেবে। কোনো পক্ষই মাঠে অবস্থান করবে না। উভয় পক্ষের প্রতি অনুরোধ, যেন কেউ সংঘর্ষে না জড়ায়। তিনি বলেন, সাথীদের এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, উস্কানিমূলক বক্তব্য কিংবা কার্যকলাপ থেকে বিরত থাকুন। ইসলাম এবং দেশের স্বার্থে উভয় পক্ষই ধৈর্য ও সংযম প্রদর্শন করুন। ইসলামের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।
রেজা আরিফ আরও বলেন, ঘটনার জন্য দায়ী কারা সেটি মুখ্য নয়, তবে যা ঘটেছে তা অনাকাঙিক্ষত এবং অনুচিত। মুসলমানদের মধ্যে সংঘর্ষ, বিশেষত তাবলিগের সাথীদের মধ্যে সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন এবং ইসলামের সুনাম অক্ষুণ্ন রাখুন।
এর আগে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বেলা ১১টায় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে বুধবার ভোরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। নিহতরা হলেন- আমিনুল হক (৭০), বাচ্চু মিয়া (৭০), বেলাল (৬০) ও তাজুল ইসলাম (৬৫ )। আমিনুল হক ও  বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামে। আর বেলালের বাড়ি ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকায়। তার পিতার নাম আঃ সামাদ। তাজুল ইসলামের বাড়ি বগুড়ায়।
ওদিকে টঙ্গীর উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।  আজ সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট