বিজয় মানে,
দেশমাতৃকায় যুদ্ধে অংশগ্রহণ।
বিজয় মানে,
লাখো মানুষের শহীদি মৃত্যু বরণ।
বিজয় মানে,
জেনে শুনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ন।
বিজয় মানে,
মাতৃভূমিকে শত্রুমুক্তকরণ।
বিজয় মানে,
লালসবুজ পতাকা হাতে শির উন্নতকরণ।
বিজয় মানে,
দেশপ্রেম বক্ষে ধারণ।
বিজয় মানে,
নির্লজ্জ হানাদারের আত্মসমর্পণ।
বিজয় মানে,
মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ চিত্তে স্বরণ।
বিজয় মানে,
মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ।
বিজয় মানে,
বীর বাঙালির লাল সবুজ পতাকা উত্তোলন।
বিজয় মানে,
অন্যায়ের কাছে শির নত নাহি করণ।
বিজয় মানে,
উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ন।
বিজয় মানে,
সর্বদা দেশের স্বাধীনতা রক্ষাকরণ।
তারিখ : ১৫/১২/২০২৪
সময়: দুপুর ১২:১৫ মিনিট