তার নাম ময়না,
বেশি কথা কয়না।
সে বড়ই আদুরে,
কলা খায় বাদুড়ে,
ঢেকে রাখে চাদুরে,
ঘরে আয় জাদুরে।
তোর বোন পাখি,
দুধ ভাত রেখেছে মাখি।
তার ভাই মালিকে,
মেরেছে তাকে কালিকে।
সবার সাথে করেছে আড়ি,
যাবেনা সে বাড়ি।
আয় ময়না ঘরে,
তোর মা পড়ছে জ্বরে।
তাড়াতাড়ি আয়,
বেলা যে যায়।
তারিখ :২৮/৬/২০২৪