
প্রিয়া তুমি কি কল্পনায় না বাস্তবে
প্রিয়া তুমি কি আমার হৃদয়ে
নাকি শুধু মরিচিকার মত
প্রিয়া তুমি আমার প্রিয়া নাকি
আলেয়ার আলোর মত।
প্রিয়ার বিরহে আমি দিবানিশি
করি ছুটাছুটি দিগন্তের পানে
কখন যে দিবে ধরা
আমার সঙ্গোপনে।
প্রিয়া কবে তুমি হাতে হাত রেখে
হাটবে আমার নাম ধরে ডাকবে
চোখে চোখ রেখে বলবে
প্রিয় আমি তোমাকে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
প্রিয় ফাগুনের মত
আগুন না হয়ে।
শীতের হিমেল হাওয়ার মত
পরশ দিবে আমাকে।
বসন্তের প্রকৃতির মত
ফুলের সুবাসে ছড়িয়ে দিবে
ভালোবাসায় আমাকে প্রিয়া।