প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৩:০৮ পি.এম
পারোনি প্রেমিক হতে— অধরা আলো
পেরেছো কি কভু ভালোবাসতে?
তাহলে কি করে দাবী করো ভালোবাস!
যদি প্রেমিক হতে! হতে স্বপ্নের সারথী
এগিয়ে নিতে পথ স্বপ্নের সীমান্তে।
বিশ্বাসে বেঁধে নিতে বুক, আগলে রাখতে
বাহ পাঁজরে।
তুমি পারোনি প্রেমিক হতে, সত্যিই পারোনি!
হৃদয় ছুঁয়ে ছিলে, ছুঁয়ে ছিলে বিশ্বাস।
কিন্তু পারোনি তার সীমানার সন্ধান খুজঁতে
ভালোবাসা, প্রেম যেটাই বলো ; এত কি সহজ?
ভালোবাসতে আকাশের মত অসীম হতে হয়
সমুদ্রের মত গভীর,
ঝর্ণার মত হতে হয় বহমান,।
তবেই ভালোবাসার ইতিহাস গাঁথা হয়
স্বর্ণাক্ষরে হৃদয় জুড়ে অমলিন রয়।
তুমি পারোনি প্রেমিক হতে, সত্যিই পারোনি?
রাখোনি কথা, হাতে রেখে হাত,
ভেবেছো জিতে গেছো,? ভুল!
হেরো গেছো বিশ্বাসের কাছে, করেছো ক্ষত হৃদ!
নিজেই মরেছো নিজেরই জালে।
পারোনি প্রেমিক হতে, সত্যিই পারোনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত