দেখ দেখ দিয়া
ঐ যায় মধু মিয়া,
হাতে দু'টো সবুজ টিয়া।
বল তারে গিয়া,
একটা যেন যায় দিয়া।
পালবো তারে,
আদর সোহাগ দিয়া।
খাইতে দিবো
নানা রকম ফল,
আর বাটি ভরা জল।
যদি করে ছল,
জবাই দিমু তারে বল।
যদি ভালোবাসে মোরে,
সঙ্গী একটা এনে দিবো তারে।
গাইবো তারা সুরে সুরে,
শুনবো আমি পরান ভরে।
তারিখ: ৩০/১১/২০২৪
সময় : ২:৪৫ মিনিট