সোনালী কাল –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
প্রকাশিত:
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
-
৫০
বার পড়া হয়েছে

অতীতকালের ছেলেমেয়ে
তালের পাতায় লিখে,
পাঠশালাতে ভর্তি হয়ে
আদব-কায়দা শিখে।
গুরুজনের সম্মান করে
শুনতো তাদের কথা,
আদর মাখা শাসন হতো
ভদ্র ছিল যথা।
ছোট বড় পরস্পরকে
ভালো তারা বাসতো
গুরুজনের মতামতের
পাশে তারা রাখতো।
হিন্দু-মুসলিম একই সাথে
ছিল না যে দ্বন্দ্ব,
আগের দিনের স্মৃতিগুলো
সাদা-কালোয় বন্ধ।
দাদা নানা সময় কালে
সহজ সরল ছিল,
আশির নব্বই সোনালী দিন
ধ্বংস হয়ে গেল।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন