প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ১:৪৩ পি.এম
চলে যাব নির্বাসনে –ডা. মুহসিনা
ইদানিং ইচ্ছে করে আর কবিতা লিখবো না
এরকম একবার ছেড়েও দিয়েছিলাম লিখা!
স্বভাব যায়না মরলে,তাই আবার ফিরে আসা,
চেতনে অবচেতনে বুকের মধ্যে কবিতার বাস।
একজন কবি দিব্যজ্ঞানে নবীদের সাথে তুল্য,
সাথে তুল্য তাদের পবিত্রতায় চিন্তায় চেতনায়।
অসূচী, অপবিত্রতা, হীনস্বার্থপরতা মুক্ত সে কোনো রকম নীচতা দীনতা তাঁকে ছুয়ে যায় না।
তার ভাব-বাণী মর্ত্যে ছড়াবে স্বর্গের অমীয় সুধা,
তার ছন্দহিন্দোলে হাসি গানে ভরে যাবে বসুধা।
জংধরা মানুষের মনগুলো ধুয়ে দিবে তার বাণী
প্রাণ ফিরে পারে সব শোষিত বঞ্চিত জানি
নিজের কষ্টগুলো পাথর চাপা দিয়ে রাখবে সে
বাণী তার ঘুচাবে সব দগ্ধ হৃদয়ের ক্ষত নিমেষে!
কোথায় আজ সে কবি, কোথায় সেই দিব্য জ্ঞান?
চারিদিকে শুধু হৈ-হুল্লোড় হট্টগোল বাগাড়ম্বর!
সাধক যে জন অন্তরে বাহিরে সৃষ্টি এবং স্রস্টায় নত
কাব্যের সুধাধারা যুগেযুগে তার থেকে হয় নির্গত।
চারিদিকে আজ দেখি একি হাল নটি- নটিনী কবি
তারা ভাবে বুঝি বিচার হবে না, প্রভু ছেড়ে দিবে সবি!
অপস্রোতের তোড়ে ভেসে যাবে সব
ভাবনা হয় মনে,
তাই লিখালিখি ছেড়েদিয়ে কভু চলে যাব নির্বাসনে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত