প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ৩:৪৬ এ.এম
সমুদ্র ঢাকা –আব্দুস সাত্তার সুমন
হালকা হালকা বৃষ্টি হলে
সমুদ্রেতে ঢাকা,
নৌকা চলে আপন মনে
রাস্তা ভেঙ্গে ফাঁকা।
সাঁতার কেটে পারাপার
দুঃখ কষ্টের চাকা,
যেতে হয় না কক্সবাজার
স্বপ্নের নগর ঢাকা।
ভোগান্তিতে নগরবাসী
রাজধানী জেলা,
চারিদিকে নদী যেন
বর্ষা আসলেই খেলা।
গর্তে পড়ে জীবন যায়
বাড়িঘর ভাসে,
ঢাকায় যাদের বসতবাড়ি
জলে বারো মাসে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত