প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ২:৩৩ পি.এম
“বিচিত্র মানুষের মন” –শেফালী হোসেন
বিচিত্র এই পৃথিবী তার চেয়ে বিচিত্র মানুষের মন
সময়- ই সময়ের কথা বলে এখন,
যতই দিন যাচ্ছে তত- ই একা হয়ে যাচ্ছি,
ধীরে ধীরে ভালোবাসা থেকে ও বঞ্চিত হয়ে যাচ্ছি,
আর মানবতা হারিয়ে যাচ্ছে নিজের অজান্তে।
তোমার কি মনে পড়ে সেই সব দিন গুলোর কথা?
আমার না অনেক মনে পড়ে
কেনো জানি ইদানীং বেশি মনে পড়ে,
কেনো জানি ভুলতে চাইলে ও ভুলতে পারি না।
ইদানীং অনেক কিছুই ভুলে যাই
এই ধরো হাতের মোবাইল টা, ঘরের চাবিটা কোথায় যে রেখিছি মাঝেমধ্যে খুঁজেই পাইনা ।
আর একটি কথা তুমি শুনিলে হাসিবে
আমার চশমাটা কপালের উপরে রেখে সেটাকে খুঁজে বেড়াই সারাঘর তন্ন তন্ন করে কি আশ্চর্য!
আসলে তুমিহীন এই আমি টা ধিরে ধিরে অসুখে পরিনত হয়ে যাচ্ছি।
তাই মাঝেমধ্যে খুবই ভয় হয় আমার, কবে যেনো নিজেকেই ভুলে যাই আমি,
সেই ভাবনায় মন খারাপের মেঘ জমায় মনের আকাশে।
আসলে ভালোবাসার মানুষের অযত্নে আর অবহেলায়
ভালোবাসার রং হয়ে যায় ধীরে ধীরে ফেকাসে,
কিন্তু ভালোবাসা স্মৃতি গুলি মনের চিলেকোঠা থেকে মুছে ফেলা যায়না,
মনের গহীনে দাঁড়ালে একা
সে যে হয়ে যায় আয়না।
ইচ্ছেগুলো বন্দী থাকে যেনো রুপ কথার গল্পের দৈত্যের মতো মাটির কলসের ভেতর,
কখনো সাগরের অতলে ডুবে যায়
কখনো বা আকাশে অদৃশ্য হয়ে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত