বন্যা আর প্রাকৃতিক দুর্যোগ
অসাধু ব্যবসায়ি নিচ্ছে সুযোগ।
বাড়িয়ে দিচ্ছে পণ্যের দাম,
ক্রেতা খাচ্ছে হিমসিম
আর অঝোর ধারায় ঝরছে ঘাম।
নিজের দোষ কেউ কি দেখে?
অন্যের দোষ নিয়ে সদা ব্যস্ত থাকে।
ফেলে রাখে জমি পতিত
হাটে-মাঠে, দোকান-পাটে,
চিৎকার করে সতত।
কাঁচা লঙ্কা জাগায় শঙ্কা
দাম কেন এত এত?
হাঁস মুরগি পালন আর
না করে মাছের চাষ।
ডিম আর মাছ- মাংসের দাম শুনে
করে চিৎকার —হায় হায় এত দাম!
একি সর্বনাশ!!
না মেরে আড্ডা,
না করে সময় নষ্ট অকারণ দিনের পর দিন,
লাগাও সবজির চারা মৌসুমের প্রথম দিন।
তবেই পেতে পারো তুমি সবজি প্রতিদিন।
নিজেই হবে উপকৃত জাতি হবে ঋন।
আত্মোপকারের পাশাপাশি হবে পরোপকার
বন্ধ হবে সকল চিৎকার আর হাহাকার।
পালন করো যদি মোটে একটা গাভী
ডাক্তার বৈদ্য ফ্রি তবে পাবি।
চিৎকার চেচামেচি আর হাহাকার না করে
বনায়ন, সবজি বাগান, মৎস খামার,পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম গড়ে, কাজ যাও করে।
সবুজ-শ্যামল,বন-বনানী, ফুল-ফল আর মাছ-মাংসে দেশটা যাবে ভরে।
ভাঙ্গলে সকল ধরনের সিন্ডিকেট
কম দামে সকল পণ্য যাবে ঘরে ঘরে।
পণ্যের উৎপাদন হলে বেশি-বেশি,
দেশে আসবে শান্তি আর সুখ রাশি-রাশি।