1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

কাঙ্খিত হিসেব মিলেনি —আবীর অরণ্য

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
ততটুকু দিও যার পরে আর কিছু দেওয়ার
বাকি না থাকে! ততটুকু নিও যারপর আর
কিছু চাওয়ার বাকি না থাকে।
তোমার চুড়ির শব্দ থাকুক লুকোচুরির পদ্য থাকুক
দূরেই থেকো তুমি এই শরতে শুভ্রতা আসুক তবু
হৃদয়ে থাক জলজভূমি।
আমি তো তোমাদের কাছে ছিলাম নিছক একটি
কাগজের ফুল, শুনেছো কোনদিন কেউ তাকে
যত্ন করে কে সাজায় তাঁরে সখের ফুলদানিতে?
আমি গোলাপের সাথে তুলনা হতে চাই না
আমি গোলাপ হলে তো ঝরে যাবো নিমিষেই,
তার কাঁটার আঘাতে ভালোবাসার মানুষগুলো
হবে ক্ষতবিক্ষত।
তীর বেঁধা এফোঁড় ওফোঁড় বুকে স্মৃতির সেলাই
ভেজা রাত ভেজা হাত হিসেব মেলাই
কতটা জীবনে দিয়েছি, আর নিলো কতটুকু?
দিন শেষে খুঁড়িয়ে চলছি আমি,
আমার আর এই পথটুকু যেটুকু হেঁটেছি
তা নিজের চোখে দেখেই হিসাব মিলাতে পারিনি
সেটুকুই থেকে গেল সুখে অসুখে।
যেটুকুর জন্য আলো জ্বেলে ডেকেছিল কেউ
তার সব ছিল চোরাবালি, আড়ালের ঢেউ
সুইয়ের ডগায় বোনে লুকানোর ছুঁতো।
আমিও চলে যেতেই পারতাম তোমার মতো
আমার বুকেও জমছে অথৈ কান্না হয়েছে ক্ষত
তবুও আমি থেকেই গেছি, কোথাও যাইনি
তোমায় ভুলে অন্য কারো হাতখানা ধরিনি!
যতটুকু চেয়েছি যেতে ততটুকু হেঁটে এসে দেখি ঢের
পথ বাকি, এ জীবন ষোল আনা কাটিয়ে দেখি
পুরোটাই ফাঁকি।
আর যদি দেখা না হয়, বুঝবো কাঙ্খিত হিসেব
মিলেনি জীবন নদীর বাঁকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট