সচ্ছ কাচের মতো নীল আকাশের নিচে
দাঁড়িয়ে ছিলাম শুভ্র মেঘের ভেলায়।
হঠৎ আমার চোখ পরে রূপমাধুরীতে
দূর দিগন্তের সেই গভীরতার সৌন্দর্যে।
তাই আমি মুগ্ধ হয়ে দেখি তার সেই রূপমাধুর্য,
আহা কি তার জ্যোৎস্নার অজস্র সেই ধারা
স্রষ্টার অসীম সৌন্দর্যের রহস্যময় সেই ভান্ডার।
যেদিকে দু’চোখ যায় দৃষ্টি না ফেরানো যায়
কি এক বিশালতায় আচ্ছন্ন করে ফেলে আমায়
এভাবেই কেটে যায় কিছুটা সময়!
আবার যখন ফিরে আসি বন্ধ থাকা চার দেয়ালের ঘরে,
অতীত তখন ফিরে আসে সেই বাস্তবতায় ফিরে।
ভারি হয়ে আসে দু’ চোখের পাতা
অতিত কে করিতে পারিনা বিশ্বাস,
ভাবিলে বন্ধ হয়ে আসে যে আমার নিঃশ্বাস।