প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৪:০৪ এ.এম
শিক্ষক –শাহজাহান স্যার
শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর,
শিক্ষক মানে সবাই জানে জ্ঞানের এক অথৈই সাগর।
শিক্ষক মানে,প্রদিপ্ত আলোকবর্তিকা,
শিক্ষক মানে অমানিশা দূর করে জ্বেলে দেন প্রদিপ শিখা।
শিক্ষক হলো সবার সেরা, সবার মাঝে ছড়ান আলো,
শিক্ষক হলো সময়ের শ্রেষ্ঠ সন্তান, ছাত্রদের করেন শিষ্ট, ভালো।
শিক্ষক তিনি ভাবেন যিনি ছাত্র ছাত্রীদের নিয়ে,
শিক্ষক তিনি পরিশ্রমে যিনি ছাত্র গড়েন পড়িয়ে, বুঝিয়ে।
আজ কেন শিক্ষক হবেন অবহেলিত?
কেন হবেন শিক্ষক সমাজে, সময়ে,রাষ্ট্রে বঞ্চিত?
কেন তারা পাবেনা আর্থিক মুক্তি?
কেনো তারা হবে বৈষম্যের শিকার,কি আছে যুক্তি?
আজি হতে চির উন্নত হোক শিক্ষা গুরুর শির।
শেষ কথাটি বলছি আমি হতে শেখ সাদির।
আল্লাহ যেন হন সহায় মজলুম শিক্ষকদের,
মহানবী বলেন, আমি তো এসেছি হয়ে শিক্ষক সকল শিক্ষকদের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত