মোঃ হুমায়ুন কবির মানিকঃ
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের পক্ষ থেকে সোমবার লাকসাম পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের বানভাসি দুইশ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বেলাল রহমান মজুমদার।
খাদ্য-সামগ্রী বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন তারুণ্যের অহংকার তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের নির্দেশনায় আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। খাদ্য সামগ্রীসহ নানা উপহার সামগ্রী নিয়ে বানভাসি মানুষজনকে সহযোগিতা করছি। আগামীতেও আমাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, যুবদল নেতা নুরুল মমিন লিটন, শাহিন আলম, মাহবুব আলম সোহাগ, নুরুল ইসলাম মীর, সাহেদ চৌধুরী, হাসান পাটোয়ারী, লাকসাম পৌরসভা ছাত্রদল সাবেক সভাপতি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান প্রমুখ।