প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৩:২৯ পি.এম
জীবনের সকল অপ্রাপ্তি আর ব্যর্থতার গ্লানি
আড়াল করতে গিয়ে আজ আমি নিজেই
স্বেচ্ছা নির্বাসনে, দুরন্ত শৈশব, কৈশর আর
উন্মত্ত যৌবন পেরিয়ে স্মৃতির লালিত স্বপ্নগুলো
আজ অবহেলিত যা উছলে পড়ার কথা ছিল
হৃদয়ের দু'কুল ছাপিয়ে।
পেছন ফিরে তাকালে কেবলই অপ্রাপ্তি আর
শুণ্যতার হাহাকার আর এ জীবনের পরতে পরতে
শুধুই দীর্ঘশ্বাস।
স্বপ্ন জয়ের আনন্দে উদ্বেলিত মুহূর্তগুলো অপ্রাপ্তি
আর ব্যর্থতার আড়ালে নিয়েছে স্বেচ্ছা নির্বাসন।
জীবনের বাস্তবতা বড়ই কঠিন যা মুহূর্তের জন্য
দেয়নি কখনো বিন্দুমাত্র অবসর।
খরস্রোতা নদীও দু'কূল ভাসিয়ে ছুটে চলে সাগরপানে,
সে স্রোতের প্রতিকূলে চলতে চলতে শিখেছি জীবন
সংগ্রামে কতটা ঘাত প্রতিঘাত সহ্য করে
সামনে এগোতে হয়,
শিখেছি কেমন করে হাতের উল্টো পিঠে মুছে নিতে
হয় ব্যথার অশ্রু।
শত কষ্টের মাঝেও লোক দেখানো হাসি কেমনে
ঠোঁটের কোণে ছড়াতে হয় মেকী হাসি দিয়ে।
জীবনের উল্টা পথটা বুঝেও
না বুঝার অভিনয় করতে হয় পরিবেশ সমাজ
লৌকিকতার জন্যে।
স্মৃতিরা আজ এতটাই অনুভূতিহীন হয়ে গেছে যে
তা আজ ক্ষয়ে যাওয়া অমাবস্যার না দেখা চাঁদ,
তাদের না আছে কোন অভিমান
না আছে কোন অনুরাগ।
অন্তঃসারশুন্য জীবন বয়ে চলা যেন প্রেমাতুর
পোড়খাওয়া হৃদয় বুঝাতে পারে না অব্যক্ত
প্রেমকাব্যে কি তার অন্তর্নিহিত ভাবাবেগ।
রাগ আর অভিমানের ভাষা ভোঁতা হয়ে গেছে
অনেক আগেই,
দাবানলের আগুন চোখের জলে নিভে না সহজে
এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম।
হৃদয়ের অতলে সৃষ্ট প্রেম অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় বিশ্বাসহীনতায়,
বদলে যাওয়া মানুষের স্বভাব নয়, তাকে সময়ের প্রয়োজনেই বদলে যেতে হয়।
জীবনের তাগিদে নিজেকে বদলে নিতে হয়।
শুধু বদলায় না অনুভূতিগুলো যা অবিরত উঁকি দিতে
থাকে, আর দীর্ঘশ্বাস কে করে আরো দীর্ঘ,
শেষ পর্যন্ত একেই মেনে নিতে হয় ধরে নিতে হয় এই
ছিল জীবনের শেষ পরিণতি।