1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

মাসিক আল মুনাদীর সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাসিক আল মুনাদী The Monthly Al Munadi এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় সদ্যগত শুক্রবার বিকেল-সন্ধ্যা অব্দি, ময়মনসিংহ বিভাগ ও জেলার গফরগাঁও উপজেলাধীন ব্রহ্মপুত্রের পাড়ঘেষা মনরোম প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ মিডিয়া পার্ক এর ০৩ নং ছাউনীতে। সাধারন সভার আহ্বায়ক প্রকাশক ও সম্পাদক কবি ইহ্তিশামুল হক জাওয়াদ এর সভাপতিত্বে উক্ত সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন আস-সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা ও মাসিক আল মুনাদী’র নবনিযুক্ত নির্বাহী সম্পাদক এইচ এম শাহরিয়ার কবির এবং নবনিযুক্ত সহযোগী সম্পাদক মামুন বিন হারুন। অনুষ্ঠানে বক্ষমান সরকারি রেজিষ্টার্ড (জাতীয়) মাসিক আল মুনাদী ® D.A1289 পত্রিকাটি পুনরায় নিয়মিত মুদ্রনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার তরুন লেখক রাজু আহমেদ করিমগঞ্জী। অন্যান্যদের মধ্যো সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় রসুলপুর গনপাঠাগার এর প্রতিষ্ঠাতা, তরুন শিক্ষক হৃদয় হাসান মুস্তাফিজ। সবশেষে মাসিক আল মুনাদীর নবনিযুক্ত সম্পাদকগনের হাতে প্রেস আইডি কার্ড তুলে দেন স্থানীয় সাংবাদিক জনাব আশরাফ ফারুকী।

উল্লেখ্যো: মাসিক আল মুনাদী পত্রিকাটি ১ লা এপ্রিল ১৯৮৬ সনে প্রতিষ্ঠিত হয়, ১৯৯৯ এর পর ক্ষনে ক্ষনে নানাবিধ জটিলতায় পত্রিকাটির মূদ্রন বিক্রয় ও বিতরন অনাকাঙ্ক্ষিত ভাবে বন্ধ ছিলো, প্রতিষ্ঠার ৩৯ বছর চলমান এই পত্রিকাটি ২০২৩ এর আগষ্টের পর পুনরায় নবোদ্যমে শিঘ্রই মুদ্রন শেষে লেখক -লেখিকা ও পাঠক-পাঠিকা মহলে বিক্রয় ও বিতরন শুরু হবে চলতি বছরের আসন্ন ১ লা নভেম্বর ২০২৪ ঈসায়ী তারিখে ইনশাআল্লাহ।

শুক্রবার সূর্যাস্তের পর বা’দাল মাগরিব সভার সমাপ্তি ঘোষনা করেন, (বাংলা)মাসিক আল মুনাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নাজমুল হক রহঃ এর ৩য় ছেলে ও পত্রিকাটির বর্তমান প্রকাশক ও পরিচালক গফরগাঁও ময়মনসিংহের তরুন বাংলাদেশী কবি ও সংগঠক ইহতিশামুল হক জাওয়াদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট