প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৪, ৪:৪৫ এ.এম
টিয়া পাখি –আব্দুস সাত্তার সুমন
টিয়া পাখি টিয়া পাখি
ঠোটটি তোমার লাল,
রঙিন তোমার পাখনা গুলো
মিষ্টি তোমার গাল।
কথা বলো মধুর সুরে
শরৎ মাখা ঝিলে,
সকাল বেলায় ঘুম ভাঙাতে
তোমরা সবাই মিলে।
মানব জাতির মত করে
কথা বলো নাকি!
কিচিরমিচির ডাকো তুমি
রাঙা টিয়া পাখি।
দেখা মিলে গাঁয়ের বনে
পাহাড় টিলার ঢালে,
গাছের বুকে বাসা বাঁধো
থাকে উঁচু ডালে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত