কুমিল্লার মনোহরগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অনেকেই। সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অনেক ফার্ম ব্যবসায়িও। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ গ্রামে মজুমদার পল্ট্রি ফার্মের ৩টি ফার্ম।
এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন ওই ফার্মের মালিক হারুনুর রশিদ মজুমদার। তিনি জানান, বন্যার পানিতে ডুবে বিভিন্ন জাতের প্রায় পাঁচ হাজারের অধিক মোরগ মারা যায়। এতে প্রায় ৭-৮ লক্ষাধিক টাকার ক্ষতির শিকার হন বলে জানান হারুনুর রশিদ। তিনি আরো বলেন, আমার তিনটি ফার্মের সবগুলো মোরগ বন্যার পানিতে মারা যায়।
এতে আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি। একদিনে ব্যাংক ঋণের বোঝা মাথার উপর, অন্যদিকে ব্যবসা খুঁইয়ে নিঃস্ব হয়ে পড়েছি। আমি এখন কোথায় যাবো!