মোঃ সোহাগ: প্রতি মাসের ন্যায় আজ মানিকগঞ্জ জেলার, শিবালয় উপজেলার, যমুনাবাদ গ্রামের,মোল্লা ভিলায় অনুষ্ঠিত হয় শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত "আব্দুল মোতালেব মোল্লা স্মরণে ফ্রী মেডিকেল সেন্টার। " সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলে ফ্রী মেডিকেল সেন্টার। উক্ত ফ্রী মেডিকেল সেন্টারে যমুনাবাদ গ্রাম সহ আশপাশের অসংখ্য গ্রাম থেকে রোগীরা এসে চিকিৎসা সেবা গ্রহন করেন। রোগীদের সাথে কথা বলে জানা যায়, তারা অসুস্থ থাকলেও টাকার অভাবে,দূরত্বের কারনে ভালো চিকিৎসা সেবা নিতে পারেন না। শহরে যেতে হলে সময় এবং অর্থের প্রয়োজন হয়,যা তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে উঠে না। শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আব্দুল মোতালেব মোল্লা স্মরণে ফ্রী মেডিকেল সেন্টারটি প্রতি মাসে অনুষ্ঠিত করায়, তারা শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এবং মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আজকের ফ্রি মেডিকেল সেন্টার টি সার্বিক তত্বাবধানে ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত স্থায়ী সদস্য মো: সেন্টু খাঁন ও চেয়ারম্যান জনাব মোঃ সোহাগ।