বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজারে অভ্যর্থনা জানায় স্থানীয় জাতীয়তাবাদী যুবদল ও দলীয় নেতৃবৃন্দ।
জানা যায়, তিনি উপজেলার হাসনাবাদ ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফেনী যাওয়ার পথে তাকে এ অভ্যর্থনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা নাজির আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুদ্দিন মাহমুদ লিটন, নাথেরপেটুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল কবির নুরুন্নবী, সিনিয়র সহ-সভাপতি শোয়াইব আহমদ সোহাগ, সহ-সভাপতি মোঃ সাফায়েত হোসেন, যুবদল নেতা আ. রাজ্জাক স্বপন, ছালাউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সোহাগ, ছাত্রদল নেতা মোঃ রাসেল, মোঃ রবিউল, মোঃ সোহেল, মোঃ ফাহাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।