স্মরণকালের ভয়াবহ বন্যায় মনোহরগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। উপজেলার ১১টি ইউনিয়নের জামায়াত ও ছাত্র শিবির নিজ নিজ এলাকায় বন্যার্তদের সাহায্যে কাজ করছেন।
কয়েকদিনের চলমান অতি ভারী বৃষ্টি, ভারতের আকস্মিক বাঁধ ছেড়ে দেয়ায় আগ্রাসী পানির তোড়ের কারণে ভয়াবহ বন্যায় ডুবে গেছে মনোহরগঞ্জ উপজেলার ৯০ ভাগ এলাকা। উপজেলার বাইশগাঁও, হাসনাবাদ, সরসপুর, নাথেরপেটুয়া, বিপলাসার, উত্তর হাওলা, খিলা, মৈশাতুয়া, ঝলম দক্ষিণ, ঝলম উত্তর, লক্ষ্মণপুর ইউনিয়নের গ্রামগুলোর বেশির ভাগ ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এখানকার অসহায় মানুষগুলো ঘর ছেড়ে ছুটছে আশ্রয় কেন্দ্রগুলোতে সাথে নিয়ে যাচ্ছে গবাদিপশুসহ হাস মুরগি।
উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যে নানা পদক্ষেপ নিলেও উপজেলাজুড় বইছে উদ্বেগ উৎকণ্ঠা। বন্যার পানিতে উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ আটকা পড়েছেন নিজ বাড়িতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বন্ধ হলেও হু হু করে বাড়ছে পানি। রাস্তাঘাট ডুবে যাওয়ায় অথৈ পানি মাড়িয়ে যেতে পারছেন না আশ্রয় কেন্দ্রে। পানিতে ডুবে যাওয়া চুলায় আগুন জ্বালাতে না পারার কারণে প্রকোট আকারে খাদ্য সংকটও দেখা দিয়েছে। নারী, শিশু আর বয়স্কদের নিয়ে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন পরিবারগুলো। বন্যার কারণে উপজেলাজুড়ে বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে।
ইতোমধ্যে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলার আমির হাফেজ নুরনবী, হামিদুর রহমান সোহাগ, জয়নাল আবেদীন পাটওয়ারীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থান ও আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার বিতরণ করেন।
উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরনবী বলেন বন্যায় আটকেপড়া লোকজনকে উদ্ধার এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য মাঠে কাজ করছে জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরের সকল জনশক্তি। ইতোমধ্যে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ শুরু করেছি। জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ বলেন স্মরণকালের এই ভয়াবহ বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম বিঘ্ন ঘটছে, এরপরও আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাড়িতে আটকে পড়া লোকজনের মাঝে শুকনো খাবার পৌঁছে দেয়ার। তিনি বন্যার্তদের সাহায্যে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।