পিপাসায় দিয়ে গেলে এই শ্রাবনে মিছিলে কতো বিস্কিট আর জল
মিটায়েছে অচেনা বন্ধুরা খানিক ক্ষুধা আর তিয়াস পেয়েছে রসের অতল
পানি লাগবে পানি?
বিস্কিট নিন বিস্কিট!
মুগ্ধের আমন্ত্রণে অনেকে দিয়েছে মিছিলে সারা
কেউবা আবার শ্লোগানে শ্লোগানে দিশেহারা
শুভ্র সতেজ সদা হাসি মুখ ওই তরুণ
বোনে আগামীর স্বপ্ন একা বেহতারিন
স্পধীর্ত তারুণ্য আর অহংকার
বিজয়ের গান গায় ওযে অলঙ্কার
প্রতিশোধ বোঝেনা
বৈষম্য চেনেনা
সীমানা মানেনা
বাঁধা বোঝেনা
সেতো এলো এই শ্রাবণে
মুক্তির গান গায় আনমনে ।
অনুপম হাসি আর সাহসের মিশ্রণে
বুক ভরা উচ্ছ্বাস পানি বিতরণে
পানি লাগবে পানি
পানি লাগবে পানি
ছোটে মিছিলে মিছিলে
সেই উচ্ছাস কেড়ে নিলে
বুলেটে বিদ্ধ করে দিলে
কি তুমি পেলে হে দানব
কি তুমি নিলে হে মানব
শুধুই লজ্জ্বায় রাঙালে
দিবা রাতের শ্লোগানে মিছিলে।
তাকিয়ে রয় অবাক অশ্রুজলে
বোকা হয় পৃথিবী তপ্ত অনলে
কে বলে ” মুগ্ধ ” মরে
“মুগ্ধ” জেগে থাকে অন্তরে
লাল লাল রক্তের আবীরে
তোমাকে স্মরি কলিজার ভেতরে
জেগে থাকো “মুগ্ধ” চিরকাল
পানি লাগবে পানি ডেকো আমাদের অনন্তকাল
স্যালুট তোমাকে স্যালুট “মুগ্ধ”
বাতিঘর দিক আলো স্নিগ্ধ।।