বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বুধবার (২১ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফিরছেন।
দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।
গত ৭ জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপি চেয়ারপারসন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের আটই ফেব্রুয়ারি কারাগারে যান তিনি।
এরপর বিভিন্ন সময় চিকিৎসক এবং দলের পক্ষ থেকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেয়ার অনুরোধ করা হলেও অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার।
সেই প্রেক্ষাপটে দেশেই তার চিকিৎসা চলছিল।
৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিনই রাষ্ট্রপতির তরফে মিজ জিয়ার দন্ড মওকুফ করা হয়।
সূত্র : বিবিসি