কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৫ ই আগস্ট জন্মদিন পালন উপলক্ষে আলোচনা ও প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খিলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ জাকিরের সভাপতিত্বে ও খিলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক গোলাম মাওলার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন খিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, খিলা ইউনিয়ন যুবদল নেতা ও প্রবাসী মহিন উদ্দিন ভূঁইয়া, যুবদলের প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন শাওন, মোহাম্মদ নাজমুল হুদা রাজু, কবির হোসেন, দেলোয়ার হোসেন জুয়েল। এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত সহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালন করে আমরা বুঝিয়ে দিবো কোন অপশক্তি এই বাংলাদেশ আর বেগম জিয়ার জন্মদিন পালন বন্ধ রাখতে পারবে না। অতীতে অবৈধ হাসিনা সরকার জন্মদিনসহ কোন প্রোগ্রাম করতে দেয় নাই। তাই আগামীতে সকল অনুষ্ঠান এখন আমরা স্বাধীনভাবে করতে পারবো।