সরকারি কাজে বাধা ও ক্ষতি সাধনের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো: তাহেরসহ সাতজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসি-এর পুলিশ পরিদর্শক এস এম রাইসুল ইসলাম।
অপর দিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডভুক্ত অপর আসামিরা হলেন ড্যাবের সাবেক সভাপতি ডা. মো: সালেহ উদ্দিন সাঈদ (৫৯), জামায়াতের শ্যামপুর থানা সেক্রেটারি মো: কামরুল আহসান রিপন (৫০), জামায়াত নেতা মো: মোবারক হোসেন (৭৩), মোহাম্মদ আলী (৪৫) ও মেহেদী হাসান (২২)।
এর আগে, আসামিদের গ্রেফতারের পর তাদের ধানমন্ডি থানার নাশকতার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়।
এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই কামরুল ইসলাম একটি মামলা করেন।
সূত্র : বাসস