স্বাধীন দেশে আন্দোলন সংগ্রাম নাগরিকের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রিয় নির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ। আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী হাবীবুন্নবী ইমন এর সঞ্চালনায় ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম বলেন, সরকার নাগরিকের অধিকার বুলেটের মাধ্যমে হরণ করে চলছে। যা কোনো স্বাধীন রাষ্ট্রের শাসক বা প্রশাসনের কাজ হতে পারে না। অনতিবিলম্বে ছাত্রদের আন্দোলন মেনে নিতে দাবী জানান।
তিনি আরো বলেন, আমাদের স্বাধীন দেশ আজ হুমকির মুখে। একদিকে সরকার দেশবিরোধী ও গোলমীর চুক্তি সম্পাদন করে এসেছে। অন্যদিকে দেশের মানুষের ভোটাধিকার হরন করে সরকার যাচ্ছেতাই করে যাচ্ছে। তাই সবাইকে সোচ্চার হয়ে অধিকার আদায়ের আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর সভাপতি হাফেজ মাওলানা নুরুদ্দীন হামিদী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর সভাপতি নেছার উদ্দিন সুমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর সভাপতি শাহাদাত হোসাইন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ