মাগো আমায় পিছু ডাকিস না
যাচ্ছি আমি যুদ্ধে
জীবন দিয়ে করবো যুদ্ধ
বৈষম্যে’র বিরুদ্ধে।
বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে
দেশটা স্বাধীন হলো
এখন আমি সোচ্চার হলে
রাজাকার কেন বলো?
স্বাধীন দেশে চাইতে গেলে
আমার অধিকার
তবে কেন শুনতে হবে
আমি রাজাকার।
আমার ভাইয়ের আমার বোনের
ঝরছে দেখো রক্ত
অধিকার আদায়ে নামছে তারা
থেকে অভুক্ত।
থাকতে হবে তাদের পাশে
দোয়া চাই মা তোর
আমি যেন ফিরতে পারি
সঙ্গে নিয়ে নতুন ভোর।।