ফিলিস্তিন পবিত্র ভুমি, সেথায় রয়েছে মোর আস্থা
যেথায় রয়েছে নবী-রাসুলের নিদর্শন আর মসজিদ আল-আকসা।
গোলাবারুদ আর বোমার আঘাতে করছ ক্ষত-বিক্ষত,
অসহায় শিশু-নারী-পুরুষের জীবন হচ্ছে হতাহত।
কুদস-ক্রোসেডরা করেছিলো অপমান আর ধ্বংসলীলা,
বহিরাগত ইহুদী এনে চালিয়েছে মুসলিম নিধনের হোলিখেলা।
সাম্রাজ্যবাদীরা বিশ্বসংঘে করেছিলো ভোটেরর ব্যবস্থা,
যারই ফলে ১৯৪৭ সালে হয় ইজরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা।।
রাষ্ট্রীয় মদদে উচ্ছেদে চলে বারুদমিশ্রিত রাসায়নিক অস্র,
উদবাস্তু হয়ে নিজ ভূমি ছাড়তে ফিলিস্তিনিরা হয় বাধ্য ।।
ঘর-বাড়ি হাসপাতালে পড়ে আছে মৃত মানুষের স্তুপ,
কোথায় মানবতা, কেন বিশ্বনেতারা করে আছে চুপ?
জেগে উঠো মুসলিম নেতা, রক্ষা করো দ্বীন,
তোমাদের রক্তে জন্ম হোক আইয়ুব সালাউদ্দিন।
সাড়া দাও, গর্জে উঠো বীরের বেশে ওহে হামাস,
তোমাদের বিজয়ে বলবো মোরা সাবাস সাবাস।।
অন্ন-বস্র গোলাবারুদ দিয়ে করো সহায়তা,
তবেই নিজেকে প্রমাণ করবে তুমিও বিশ্বনেতা ।
আন্ত:বিভেদ ভুলে করো ঐক্যের প্রচেষ্টা,
রোজ হাশরে প্রমাণ দিবে তুমিও মুসলিম নেতা।
এ মানুষিকতা নিয়ে এনে দাও ফিলিস্তিনে স্বাধীনতা