1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

সৎ মায়ের হাতে গেল শিশুর প্রাণ!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

তিন বছর আগে শিশু আবদুল্লাহকে ফেলে তার আপন মা প্রেমিকের সাথে চলে যান। আবদুল্লাহকে দেখাশোনার জন্য বাবা আমানুল্লাহ বিয়ে করেন লিজা আক্তারকে। অভিযোগ উঠেছে সেই সৎ মা লিজা আক্তারের হাতেই প্রাণ গেছে আবদুল্লাহর।

আজ শনিবার কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত লিজা আক্তারকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আবদুল্লাহকে (৭) হত্যার বিষয়টি স্বীকার করেছেন লিজা। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল্লাহ ২য় শ্রেণিতে পড়ত। আবদুল্লাহর পিতা আমানুল্লাহ বাদী হয়ে অভিযুক্ত স্ত্রীর নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু আবদুল্লাহ তার সৎ মায়ের কাছে খাবার চায়। এতে বিরক্ত হয়ে একপর্যায়ে আব্দুল্লাহর গলায় ওড়না প্যাচিয়ে হত্যা করেন লিজা আক্তার। স্থানীয়রা শিশুটিকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ইউছুফপুর ইউনিয়ন সদস্য মোসলেম উদ্দিন জানান, আমরা এসে দেখছি শিশুটি মৃত পড়ে আছে। তার গলায় দাগ রয়েছে। শুনেছি সৎ মা তাকে মেরে ফেলেছেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নয়ন মিয়া জানান, সৎ মা লিজা আক্তারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার কথা স্বীকার করেছেন। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট