নিজেরে আমি বিকাই ,মানুষ বিক্রির হাঁটে
এই চাতুরি খেলায় নিয়োজিত বহু বছর ধরে,
যখন চারিদিকে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম
তখনও এখানে দর হাঁকাহাঁকি হয় মানুষের শ্রম।
কাকডাকা ভোর হতেই অপেক্ষায় থাকি-
কখন হবো বিক্রি
জীর্নশীর্ণ দেহ নিয়ে পেটের দায়ে সারাদিন খাঁটি
তবুও সভ্য সমাজের বঞ্চনা আমাদের নিত্যদিনের সাথি ।
খরতাপে বেলা ওঠা হতে ডোবা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি,
কখনো মহাজন বলে আমরা নাকি কাজে ফাঁকি দিয়ে চলি ।
তবুও নিজেরে বিকাই,মানুষ বিক্রির হাঁটে
পেটের দায়, তাই লোকের কথায় হতাশ হওয়া কি যায়?
উর্দ্ধগতিতে বাড়ছে সবকিছুর দাম
শুধু সঠিক মূল্য নেই গরীব মানুষের শ্রম।