চাঁদ তুমি আকাশে থাকো বলে
দূর হতে তোমায় সাধি,
তোমারে দেখিতে রোজ নিশিথে
খোলা ময়দানে ঘর বাঁধি।
তোমারে দেখিতে হচ্ছি আকুল
হৃদয়খানা কাতর,
তোমারে দেখিতে ঘর ছাড়িয়া
হচ্ছি নিশাচর।
গগণপানে চাহিবামাত্র তব দর্শন পাই,
সুন্দর,চন্দ্রমূখী তোমার রুপের অন্ত নাই,
ত্রিভুবনে তোমার মতো সুন্দর আর কেহ নাই।
যবে আমি চন্দ্রা তোমায় দেখিতে না পাই,
গগণে মেঘ হয়ে উড়িয়া বেড়াই।
তবু কেন চন্দ্রা তোমার খোঁজ নাহি পাই,
তোমারে আমি খুজিয়া ফিরি সদা সর্বদাই,
দেখিতে পাইলে প্রিয়া তোমার প্রেমসাগরে যাই।