প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৪, ৬:৪১ এ.এম
লেবাসধারী –ফিরোজ আলম
দেখতে সুন্দর লেবাসধারী!
সে যে বড়ই মুখোশধারী।
তাসবি হাতে মুখে দাঁড়ি!
ধন সম্পদ তার কাঁড়ি কাঁড়ি।
সালাতের সময় যায়, যা বলেছি দাও
নাহলে হবেনা কাজের ভাও।
খামটা পকেটে দাও, এবার বাড়ি যাও।
নিশ্চিত থেকো এবার হয়ে যাবে কাজ,
নাহলে জাহান্নামের আগুনের পরতে হবে তাজ।
তিনি তাই ইবাদতে থাকেন মশগুল।
উপায় নেই তার ধরবে ভুল।
ভুলে যায় প্রভুর বিচার সূক্ষ্ম ও নির্ভুল।
ধর্মীয় অনুভূতি আর লেবাস কে করে পুঁজি,
সবটাই লুটেপুটে খাচ্ছে বুঝি!
ধারণ করিয়া বেশ, সাজে দরবেশ
আহা বেশ বেশ বেশ!
এভাবে করে আয় যাহা,
আল্লাহর রাস্তার খরচও করে তাহা
কত ভালো মানুষ আহা!
সুদ-ঘুষ আর করে দুর্নীতি, কামাই করো রোজ,
বছরান্তে গরিব-দুঃখীকে করাও গোশ্ত- রুটি ভোজ।
মসজিদ মন্দিরেও করো দান,
সবার কাছে সাজো তুমি কতইনা মহান!
সবাইকে যদিও দিতে পারো ফাঁকি,
সৃষ্টিকর্তাকে কেমন করে দেবে ফাঁকি?
ওরে ভন্ড, ওরে প্রতারক
কেমন করে মারো পরের হক।
একবারও কি হয় না স্মরণ,
যে কোনো সময় হতে পারে মরন।
নাটাই হাতে প্রভু, ঘুড়ি দিয়েছে ছাড়ি,
উড়তে উড়তে যেতে চায় আকাশ ছাড়ি।
পাপের বোঝা হয়ে গেলে ভারী,
সহ্যের সীমা যায় যে ছাড়ি।
নিমিষেই প্রভু সব নেয় যে কাড়ি,
মান-সম্মান আর বাড়ি-গাড়ি।
তারিখ:৮/৭/২০২৪
সময়:রাত ১১:১৫ মিনিট
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত