প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৪, ১২:৫২ পি.এম
মহীয়সী নারী –এম,এ,মাসুদ মিঞা
তোমার কষ্ট দেখে মনটা কাঁদে,
আমি তাঁকাতে পারিনা তোমাতে।
তোমার মায়াবী চেহারায় বিষন্নতা,
আমার হৃদয় মন্দিরে রক্তের শ্রোত।
দিবানিশি ভাবি,শুধু ভাবি তোমার জন্য,
কোথা থেকে আচমকা কী হয়ে গেলাে!
আমিই পারিনা সইতে,তুমি কীভাবে পারো,
ধৈর্যের বাঁধ,ভেঙে,যেন ফেলোনা কখনো।
সব প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যাও,
নির্ভরতা নিয়ে,ভয় ভাবনা হীন সম্মুখ পানে।
আমি জানি তুমি পারবে,তুমি বিজয়ী হবে,
গায়েবি মদদ আসবে,ঐ আসমান থেকে।
তুমি সুন্দর,পূত-পবিত্র বিদুষী ক্ষনজন্মা নারী,
দুঃখের চোরা বালিতে আটকে গেছো,দূর করো।
তোমার মুখে উড়ুক হাসির ফোয়ারা,দুঃখ ঘুচে যাক,
দুধের ভাতে থাকো অনন্তকাল ধরে,এগিয়ে যাও তুমি।
আছি,থাকবো,তোমার মায়াবী মুখে হাসি ফোঁটাতে,
তোমার জন্য শুভ কামনা,তুমি হও মহীয়সী নারী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত