মোঃ হুমায়ুন কবির মানিকঃ
কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে তফসিল ঘোষণার পর শুরু হয় দৌঁড়ঝাপ। নির্ধারিত সময়ে ৪ জন মনোনয়ন সংগ্রহ করলেও অনেক ঝল্পনা-কল্পনার শেষে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন ৩ জন প্রার্থী। আজ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস।
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ওমর ফারুক রিপন, আওয়ামীলীগ নেতা মোঃ জসিম উদ্দিন ও সহিদুল ইসলাম। ঘোষিত তফসিল অনুযায়ী এ ইউপিতে এভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে আগামী ২৭ জুলাই।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান পাটওয়ারী জানান আজ ৪ জুলাই মনোনয়ন দাখিলের শেষ, ৫ জুলাই যাচাই-বাচাই, ৬-৮ জুলাই আপিল দায়ের, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুলাই।
উল্লেখ্য, নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের পদটি শুন্য হয়।