প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৪, ১২:১৪ পি.এম
অনেকদিনের স্বপ্নগুলো যা কলমের আঁচড়ে
জীবন্ত করে তুলেছিলাম ডায়েরির পাতায়,
টেবিলের উপর পড়ে আছে অযত্নে।
ধুলোবালি আস্তরণে ঢেকে গেছে,
কেউ একজন ছুঁয়ে দিলে আবার জীবন পাবে,
আমি চাই কেউ একজন থাকুক
যে কিনা নিজের মতো করে ছুঁয়ে দেখবে।
তোমার জন্য এই অপেক্ষার কাব্য,
দিন শেষে যখন সূর্য ডুবে যায়,
আলোর রেখা ধীরে ধীরে মিলিয়ে যায়,
আমার ডায়েরির পাতায় জড়িয়ে থাকা স্বপ্নগুলো,
অন্ধকারে হারিয়ে যায়, হেমন্তের পাতার মতো।
তোমার হাতের ছোঁয়া যেন নবজন্ম দেয়,
আমার শব্দগুলো প্রাণ ফিরে পায়,
স্বপ্নগুলো আবার ঝলমল করে জ্বলে ওঠে,
তোমার নিঃশ্বাসে মিশে থাকে সুরের ছন্দ।
এখনও সেই মুহূর্তের প্রতীক্ষা,
যখন তুমি আসবে,
আমার ডায়েরির পাতায় ধুলোবালি মুছে,
জীবনের নতুন গল্প রচনা করবে।
অযত্নের স্মৃতিগুলো আবার বাঁচবে,
তোমার স্পর্শে নতুন রূপে জাগবে,
আমার স্বপ্নের জাল বুনবে,
তোমার ভালোবাসার কোমল আভায়।
আমি চাই তুমি আসো,
তোমার নিজের মতো করে ছুঁয়ে দেখো,
আমার ডায়েরির পাতাগুলো,
তোমার ছোঁয়ায় জীবন্ত হোক,
তোমার ভালোবাসায় সিক্ত হোক।
অবহেলার পাতাগুলো যেন
তোমার উষ্ণতায় আলোকিত হয়,
তোমার ভালোবাসায় পূর্ণ হয়,
আমার স্বপ্নের জাল আবার বোনা শুরু হোক।
তোমার উপস্থিতিতে,
আমার ডায়েরির পাতায় লেখা গল্পগুলো,
আবার নতুন করে জীবন্ত হবে,
তোমার ভালোবাসায় আবৃত হবে।
আসবে তুমি?
আমার ডায়েরির পাতায় নতুন ইতিহাস রচবে,
তোমার স্পর্শে জীবনের গান গাইবে,
আমার স্বপ্নের জগৎ আবার প্রাণ ফিরে পাবে।
এই অপেক্ষার শেষ নেই,
তোমার আগমনে আমার জীবনের গল্প,
নতুন রূপে শুরু হবে,
তোমার ভালোবাসার পরশে।
তুমি আসবে, আমি জানি,
আমার ডায়েরির পাতাগুলো তোমার ছোঁয়ায়,
নতুন জীবনে জেগে উঠবে,
আমার স্বপ্নগুলো পূর্ণতা পাবে।