প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ১১:৪৩ এ.এম
ফুটলো কদম ডালে –মুক্তা পারভীন
আষাঢ় শ্রাবণে বাদল নিয়ে
ফুটলো কদম ডালে
জুঁই মালতী বকুল ফুটে
ময়ুর পেখম তুলে।
নদীর বুকে পাল তোলা নাও
চলছে সারি সারি
মাঝে মাঝে সুর্যি মামা
খেলছে লুকোচুরি।
মিঠা পানির মাছগুলো সব
আসছে ধেয়ে ঘাটে
দামাল ছেলে মাছের নেশায়
বড়শি নিয়ে ছুটে।
ছোট্ট বেলায় নৌকা নিয়ে
মাছ ধরার ছলে
শাপলা শালুক তুলতে যেতাম
আমরা দলে দলে।
দরিয়া যেন ফোলে উঠে
ভরা যৌবন তার
ভাঙছে ঢেউয়ে মধুমতির
এ- কুল ও-কুল পাড়।
তরুলতায় বৃষ্টির জল
মুক্তো দানার মতো
দিবানিশি ঝরছে কেবল
ঝরছে অবিরত।
বর্ষণ মুখর দিনটা যেন
আলো আঁধারের খেলায়
সময় গুলো যাচ্ছে চলে
গল্পে হেলায় হেলায়।
বিলের ধারে ঝিলের জলে
লাল পদ্ম ফুটে
টিনের চালে বৃষ্টির ছন্দে
ঘুম যেন যায় টুটে।
রিমঝিম রিমঝিম বৃষ্টিতে
উদাসী হলো মন
তোমার বিরহে ক্ষণে ক্ষণে
হারায় সারাক্ষণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত