1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুটি মাছ কাটা নিয়ে বিবাদ, স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর: এলাকায় শোকের ছায়া মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মীভূত মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো, মাদারীপুরের নাছিমা আক্তার। তৃণমূল থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি, কর্মীদের প্রত্যক্ষভোটে হচ্ছে কমিটি গঠন অন্তর্বর্তীকালীন সরকার সংস্থার ও বিচার কার্যক্রম শেষে জাতীয় নির্বাচন দিতে হবেঃ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতরূপা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেলো,ময়মনসিংহের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন মির্জাপুর স্পোর্টিং ক্লাব।

লালমাইয়ে ২৪ ঘণ্টায় তিন লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলায় গত ২৪ ঘণ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। বৃহস্পতিবার সকালে উপজেলার দত্তপুর থেকে অজ্ঞাত যুবক, ভুশ্চিবাজার থেকে এক বৃদ্ধ এবং বুধবার দুপুরে পশ্চিম অশ্বথতলা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল অনুমান ৯টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর ব্রিজ সংলগ্ন জমিতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে লালমাই থানার একটি টিম ও পিবিআই, কুমিল্লার একটি টিম ঘটনাস্থলে যায়। নিহতের পরনে কালো রঙের একটি প্যান্ট ও লাল রঙের একটি গেঞ্জি ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
একইদিন সকাল অনুমান ১২টায় কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের লালমাই উপজেলার ভুশ্চি দক্ষিণ বাজারে জামিয়াতুল আশরাফ মাদ্রাসার সামনে বাঙ্গড্ডামুখী যাত্রীবাহী শাহ আলী সুপার বাসের চাপায় মোসলেম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামের মৃত আলেক হোসেনের সন্তান। এর আগে বুধবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম অশ্বথতলায় (উপজেলা কমপ্লেক্সের সামনে) নসিমনের ধাক্কায় আবদুল হক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবদুল হক উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের পরতি গ্রামের মৃত আজগর আলীর ছেলে।তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন।
খবর পেয়ে লালমাই থানার উপ-পরিদর্শক জীবন ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
হিউম্যানিটি অব বাগমারার (হিউবাগ) চেয়ারম্যান কাজী ইয়াকুব আলী নিমেল বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীত হলেও বাগমারা বাজার অংশে ২ লেন রয়েছে। এই কারণে বাগমারায় যানজট ও দুর্ঘটনা বাড়ছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমাতে দ্রুত বাগমারা বাজার এলাকায় ৪ লেন এর কাজ করতে হবে। ভুশ্চিবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও বাসের চালক শাহ জালাল (২০) পুলিশ হেফাজতে রয়েছেন।লালমাই থানার সেকেন্ড অফিসার আশরাফুল ইসলাম বলেন, তিনটি মরদেহের মধ্যে দুইজন বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। রেলপথ সংলগ্ন জমিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করতে লালমাই থানার একটি টিম সকাল থেকে কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই’র একটি টিম ঘটনাস্থলে এসেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট