রংপুর নগরীতে অপহরণের পরে ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন চন্দ্র রায়কে (২১) গ্রেফতার করেছে র্যাব-১৩। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে র্যাব-১৩ উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
র্যাব জানায়, আসামী রিপন চন্দ্র রায় প্রায় সময় ভিকটিমকে স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ভিকটিমের বাবা জানতে পারলে আসামীর বিরুদ্ধে আরপিএমপি রংপুর পরশুরাম থানায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রীর বিষয়টি জানার পরে ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে আরো বেশি উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৫ মে বিকেলে রিপন চন্দ্র একটি অটোযোগে ভিকটিমের বাড়ীর সামনে এসে গেটে নক করলে ভিকটিম গেট খুলে। তখনই ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে আসামীর নিজ বাসায় নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরবর্তীতে আসামী ভিকটিমের পরিবারকে জানায় ভিকটিমের সাথে বিয়ে না দিলে প্রাণনাশ করা হবে। পরে ভিকটিমর বাবা বাদী হয়ে পরশুরাম থানায় মামলা করেন। মামলার পর থেকেই রিপন বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর উক্ত ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে। এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ উপজেলার দরিয়া মন্তবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রিপন ওই এলাকার রনজিত রায়ের ছেলে। তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।